Wednesday, December 30, 2015

"প্রিয় শহরটি অপ্রিয় যখন"

"প্রিয় শহরটি অপ্রিয় যখন"
মিজানুর ভূঁইয়া


যদি কেউ প্রশ্ন করে
এইখানে এই শহরে দীর্ঘাবাসে
আমি কেমন আছি!
এই ভাললাগা ভালবাসার বৃহৎ শহরে
অনায়াসে কাটিয়েছি সুদীর্ঘ আঠারোটি বছর।
হ্যা, এটিতো আমার অনেক ভালোলাগার
অনেকগুলো শহরের অন্যতম একটি শহর।
এখানকার মানুষ, জনপথ, নিয়ন আলো, জলবায়ু
সবই এখনো অনেক উপভোগ্য, অনেক প্রিয়।    
এখানে বন্ধু-বান্ধব, সমাজ, সংস্কৃতি, জীবনবোধ  
সবই অনেক প্রানবন্ত ও উপভোগ্য।

এখানে এখনো আছে দরাজ দিল 
আছে প্রানখোলা আপ্যায়ন 
আছে মধুরতম সম্পর্ক আছে প্রীতিবন্ধন।  I
এখানে আকাশ এখনো অনেক নীল হয়
সূর্য্ উঠে আবার মেঘে ঢাকে।
এখনো স্বচ্ছ আলো এবং নির্মল বায়ু মন কেড়ে নেয়
সব কিছুই নিয়ম মাফিক চলছে ঠিকঠাক।
তবুও কখনো কখনো মন কেন যেনো হয়ে উঠে বিষন্ন
সব ভালোলাগাগুলো কেন যেনো
মাঝে মাঝে মনে হয় প্রাণহীন, খুব একগুয়ে।
হাজার প্রানচাঞ্চল্যতা চারিদিকে তবুও মনে হয়
জীবন একেবারই শুস্ক ও স্থবির।
মন শুধু বারে বারে ধেয়ে চলে যায় নতুন দিগন্তে
কোনো এক অন্য শহরে
যেখানে সব কিছুই সাজানো নতুন করে।
সব কিছুই খুঁজে নিবো একেক করে
গড়ে তুলবো নতুন সপ্নের আঙ্গিনা, নতুন ভুবন
যেখানে চোখ ও মনের প্রশান্তি মিলিত হবে একইবিন্দুতে।
জীবনের সকল স্বপ্নেরা খুলে দিবে
সুখের প্রসস্থ এক নতুন জানালা।
একরাশ প্রশান্তি ভিড়বে আবার মনের চারিপাশে
নতুন উদ্বিপনার আলোক শিখা নিয়ে।
এখানে সব কিছুই এতো আপন, এতো প্রিয়
তবুও এই শহরের সব কিছুই
দিনের পর দিন পাল্টে দিচ্ছে এই মন
পাল্টে দিচ্ছে চোখের দৃষ্টি নন্দনতাকে।
মন শুধুই খুঁজে বেড়ায়
কোনো এক নতুন ঠিকানা, নতুন আবাসন
নতুন প্রকৃতি, নতুন জলবায়ু, নতুন মাটির গন্ধ
নতুন আকাশ, নতুন বাতাস, নতুন আলো  
নতুন সমাজ, নতুন মানুষ, নতুন সঙ্গতা, নতুন ভালবাসা
এসব কিছুকে বড়ই আপন করে পেতে ইচ্ছে করে।
==========================
৩০ ডিসেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment