Saturday, December 26, 2015

"সাগর অবগাহন ও আনন্দ শিহরণ"

"সাগর অবগাহন ও আনন্দ শিহরণ"
মিজানুর ভূঁইয়া 


 খানিকটা ঘন কুয়াশায় সাগরজল রেখেছে ঢেকে
 ঢেউগুলো সব তীরে ভীড়ে একে বেকে।
 সাগর সৈকত দর্শনার্থীরা অবগাহন করছে হেটে হেটে
 মনে সবার একই আনন্দ চমকিয়া উঠে ফেটে ফেটে।
 আহা কি আনন্দ আকাশে বাতাসে
 নীল দরিয়ার বুকে একফালি ফুটফুটে চাঁদ হাঁসে।
 মনে কতো খুশির ফোয়ারা নিয়ে
 আসে কতজন ভিন্ন মুলুক থেকে
 মনের সব ক্লান্তি আর অবশাদগুলো মুছে দিতে।
 মানুষ যখন জীবনের এক গুয়েমিতে কিছুটা বিষন্ন
 তখন সাগর সঙ্গতায় খুঁজে পায় জীবনের সব সাধ।
 সাগরই যেনো হয়ে উঠে জীবনের পরম বন্ধু
 তাইতো খানিক সঙ্গতার আশায় ছুটে চলে
 মন দূর সাগর পানে।
 সাগরের ঢেউগুলো যেমন তীরে এসে
 হয়ে যায় একেবারে শান্ত সুবোদ।
 তেমনি জীবনের সব ক্লান্তিগুলো
 নিরসন হয়ে যায় সাগর সঙ্গতা পেয়ে।
--------------------------------------------
  ২৬ ডিসেম্বর ২০১৫
 মার্টেল বীচ সাউথ কেরোলিনা
 ইউ এস এ
 

No comments:

Post a Comment