Saturday, December 26, 2015

"সাগর যখন মনের সাথী"

সাগর যখন মনের সাথী"  
মিজানুর ভূঁইয়া 

 সমুদ্র জলে কি অপরূপ ফেনিলতা
 কি অপূর্ব মধুর সুরগর্জন
 হৃদয় মাঝে লাগে স্পন্দন সুরতোলা।
 আঁখি দুটো জুড়িয়ে যায়
 তাকিয়ে রই এক পলকে প্রাণ মন দিয়ে।
 বারান্দার কানসিতে বসে চেয়ে রই
 একরাস মুগ্ধতায় প্রকৃতি দিয়েছে
 কতো মনোরমতা কতো সুন্দর এই ভুবনে।
 সাগরের বুকে জলদের
 কতো যে উত্ফুল্লতা, কতো রঙের মেলা। 
 ভর পূর্নিমার আলোর সাথে মিশে
 করে রিমিঝিমি ঝিকিমিকি নানা রঙ্গের খেলা।
 পৃথিবীর যতো ব্যথা যতো কান্না
 এই সমুদ্রই ধুইয়ে নিয়ে যায় তার বুকে
 সমুদ্রের কাছে এলে তাইতো সব দুঃখ যায় মুছে।
 অজস্র্র কান্নার জল বুকে তার
 তাইতো সমুদ্র ফুঁসে উঠে গর্জন তার এতো।
 সাগরের মধ্যখানে উঠে জল তরঙ্গ
 নৃত্য তালে এসে মিলে যায় তীরে
 নিয়ে যায় ধুইয়ে মুছে মানুষের ফেলে যাওয়া বেদনা। 
 অপুরূপ মনমুগ্ধতায় দোলে প্রাণ নেচে উঠে হিয়া
 সাগরের কলকল ধ্বনি তন্দ্রার ভিতরও কান পেতে শুনি।
 রাতভর ক্ষণে ক্ষণে মন কোনে জাগে আনন্দ শিহরণ
 মন মুর্ততায় বার বার জেগে উঠি
 সাগর বুঝি নিয়ে যায় মোর বেদনার জল
 হৃদয় থেকে মুছি।
 পুলকিত হয়ে উঠে মন নিয়ে একরাশ খুশি
 এ জীবনে এর চেয়ে আর কি চাই বেশী।
----------------------------------------
 ২৬ ডিসেম্বর ২০১৫
 মার্টেল বীচ ,সাউথ ক্যারলিনা

No comments:

Post a Comment