Saturday, December 12, 2015

"জীবন দিয়ে অর্জিত স্বাধীনতা"


"জীবন দিয়ে অর্জিত স্বাধীনতা"
মিজানুর ভূঁইয়া 
 

মুক্তি পাগল বীর সন্তান মায়ের গিয়েছে মুক্তি যুদ্ধে
যায়নি বলে মাকে সে, পাছে মা তাহার পথ রোধে। 
উপায় যে আর নাই কোনো শত্রু সেনায় দেশ গেছে ছেয়ে
ডাকিছে হুঙ্কারে; কে কোথায় আছো জলদি আসো ধেয়ে।
তাড়াতে হবে শত্রুর দল দেশ থেকে অস্র হাতে নিয়ে 
চারিদিক থেকে কামার, কুমার, চাষী, ছাত্র, যুবা আসে ডিঙ্গি বেয়ে।
মিলিছে সবাই এক সাথে মেঘনা চরে গিয়ে।  
মা যে তাহার পুত্র শোকে কেঁদে কেঁদে হয়েছে দিশেহারা
বুকের মানিক হারিয়েছে তার, যায়না তাকে খুঁজে পাওয়া ।
মায়ের একমাত্র সন্তান, আদরের ধন, মায়ের চোখের মনি
পুত্র শোকে শোকাতুর মা তন্দ্রাহীন কেটেছে শত রজনী।
পুত্র তাহার যুদ্ধে গেলো শত্রু তাড়াবে বলে
এরই মধ্যে নয়টি মাস কখন যে গেলো চলে। 
শত্রু গেলো, স্বাধীনতা এলো, এলো স্বাধীন পতাকা
এলোনা ফিরে মায়ের বুকে সন্তান তার, এলো শুধুই হতাশা।
জীবনের বিনিময়ে অর্জিত এই প্রানের স্বাধীনতা
হারিয়েছে যে আপন মানুষ; সেই বুঝে মুল্য কি যে তার।
===========================
১২ ডিসেম্বর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)
  

No comments:

Post a Comment