Tuesday, December 15, 2015

"লজ্জাবতী রাজকন্যা"

 "লজ্জাবতী রাজকন্যা"
-----মিজানুর ভূঁইয়া



একদেশে আছে এক সুন্দরী রাজকন্যা
 নামে শুধু আছে সে
 তবে তাকে চোখে দেখা যাবেনা।
 যেখানে তার মন চায়, যায় সে উড়ে
 লোকজন দেখলেই পালিয়ে যায় দৌড়ে।
 লজ্জায় ভরা তার দুটি চোখ
 তাই লোকালয় থেকে থাকে সে দূরে
 মানুষের জন্য তার দরদ আছে বুক জুড়ে।
 পারেনা তা দেখাতে লজ্জা যে তার চোখে
 আবার রাজকুমারও পেতে চায় নিতে চায় বুকে।
রূপে গুনে জুড়ি নাই আর মধু তার মুখে
মনে বড় স্বপ্ন তার থাকতে চায় সুখে।
আড়ালে বসে রাজকুমার খোঁজে সে
মানুষ দেখে তা উচ্চস্বরে হাসে।
কাছে সে আসবেনা চায় যাকে ছুঁতে
এমন অদ্ভুত সঙ্গতা কে চায় পেতে। 
==================
১৫ ডিসেম্বর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment