Thursday, December 3, 2015

"রঞ্জনা"


    "রঞ্জনা"
 মিজানুর ভূঁইয়া



 রঞ্জনা তুমি প্রাণে প্রাণে সূরমুর্চ্ছনা
 তুমি হৃদয়ে আঁকা আল্পনা।
 তোমায় নিয়ে তাই স্বপ্নজাল বোনা
 তুমি হলে এই হৃদয়ের মনবীনা।
 তোমায় বিনা এ মনে যে সূর উঠেনা
 তুমি যে ব্যথিত প্রাণের মনরঞ্জনা।
 মিছে মিছে আর নয় কষ্ট কেনা
 দুটি নদী মিলে হয়ে যাকনা একটি মোহনা।
 ধুইয়ে মুছে যাক যতো কষ্ট যাতনা
প্রাণে প্রাণে মিশে যাক সুপ্ত বাসনা। 
তোমায় নিয়ে দিনরাত কতো কল্পনা
হৃদয় আকাশে তুমি ফুটফুটে জ্যোঁস্না।
আলোয় আলোয় ভরে দিলে মন-আঙ্গিনা
ভালবাসার ভেলায় এসো ভাসি দুজনায়।
===================
ভার্জিনিয়া ইউ এস এ
০৩ ডিসেম্বর ২০১৫

No comments:

Post a Comment