Friday, December 4, 2015

"এসো মিলি মুক্তির মিছিলে"


"এসো মিলি মুক্তির মিছিলে"
-----------মিজানুর ভূঁইয়া



 মুক্তির মিছিলে তুমি আমি
 এসো আগে দুজন দুজনাকে চিনি। 
 দেশে আজ বইছে মাবনবতার বড়ই আকাল
 এসো দুজনে মিলে গড়ি সোনালী সকাল। 
 সোনালী সপ্নগুলো দানবের কবলে
 এসো উপড়ে ফেলি সব বিষ দাঁত স্বমূলে। 
 ভূঁইফোড়, মুনাফাখোর খোঁজে শুধু কায়দা
 আর নয় লুটে নেয়া যতো সব ফায়দা।
 নীতিহীন নষ্টামিতে দেশ জুড়ে ছয়লাব
 মানবতা বিসর্জিত, চেনে শুধু নিজ লাভ ।
 মেধাবী লোকগুলো পদে পদে মার খায়
 উল্লুর দল; টু-পাইস কামিয়ে পার পায়।
 দেশের মেরুদন্ড একদম হয়ে গেছে বাঁকা
 মেধাহীন খেলার মাঠে গোল করে ফাঁকা। 
 জীবনের জয় গান হয়ে গেছে একেবারে নিঃস্প্রান
 এসো কাঁধে কাঁধ মিলয়ে গাই মুক্তির জয় গান। 
 যতো সব পাপ ও পঙ্কিলতা, যাক সব মুছে
 ন্যায়ের পাল্লা ভারী হউক, অন্যায় যাক ঘুছে। 
 মানুষের মাঝে মানুষ খুঁজে পাক একটুখানি ঠাঁই
 মুক্তির মিছিলে এসো এবার আমরা দাড়াই।
=====================
ভার্জিনিয়া ইউ এস এ
০৪ ডিসেম্বর ২০১৫
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)
 

No comments:

Post a Comment