Tuesday, December 1, 2015

"বিজয়ের পতাকা উড়বেই চিরদিন"

"বিজয়ের পতাকা উড়বেই চিরদিন" 
মিজানুর ভুঁইয়া 


এ আমার চিত্তের চিরঞ্জীব অহংকার
 কেড়ে নিতে চায় কোন শকুনেরা?
 অনেক জীবনের মুল্য দিয়ে কেনা স্বাধীনতা
 আজও পুরনো শকুনের কবলে লালসবুজের পতাকা।
 মুক্তির চিরচেনা স্বাধ আজও পায়নি মানুষেরা
 বার বার স্বপ্ন ভাঙ্গে ঐ হিংস্র্র দানবেরা।
 সবুজে ঘেরা বঙ্গভূমি আজও হয় রক্তে একাকার
 আসে দানব নিঃশব্দে হাতে নিয়ে বাকা তলোয়ার।
 শুনায় ধর্মের বাণী মনে নিয়ে মতলবী কারবার
 শান্তির পতাকা আমার তস্করেরা পদদলিত করেছে বহু বার।
ধর্মের বোলে নিরীহ মানুষকে করেছে নিঃস্ব সম্বলহীন
আর নয়; নতুন শতাব্দীর ডাকে জেগেছে বঙ্গবীর।
মুক্তিকামী মানুষেরা এখনো অপ্রতিরুদ্য সীমাহীন
সবুজের বুকে ঐ বিজয়ের পতাকা উড়বেই চিরদিন।।
=========================
০১ ডিসেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment