Saturday, December 19, 2015

"ভূল স্বর্গ"


"ভূল স্বর্গ"

-----------মিজানুর ভূঁইয়া


ফঁড়িংয়ের চঞ্চল দুটি ডানার মতোই
তুমি একেবারে অস্থির হয়েগেছো আজকাল।
তুমি উড়ে উড়ে বেড়াচ্ছ এই ডাল থেকে ঐ ডালে
তবুও তোমার প্রত্যাশিত সুখকে খুঁজে পাওনি।
প্রতিনিয়তই তোমার মনের ভিতরের রংগুলোকে
উলট পালট করে সাজিয়েও
আসল রংটিকে তুমি বানাতে পারছোনা। 
তোমার মনের অস্থিরতা তোমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
আর তাই মিলাতে পারছোনা জীবনের সঠিক অঙ্কটুকু।
তোমার অস্থিরতা এবং কিংকর্তব্যবিমূড়তা
পরাজিত সৈনিকের মতোই তোমাকে হতাশার কূপে ডুবাচ্ছে। 
আসল প্রেমের দরজা সব সময়ই খোলা থাকেনা
সেকথাটি হয়তো তুমি বেমালুম ভুলে গিয়েছিলে।
তাই বার বার তুমি ভুল দরজাতেই কড়া নাড়ছো
সেকারণেই সমস্ত ভূত-পেত্নীগুলো তোমাকে পেয়ে বসছে। 
জীবনের আসল ঠিকানাটিকে হারিয়ে
তুমি আজ ভুলের স্বর্গপুরিতে হাবুডুবু খাচ্ছো।   
পূর্নিমার চাঁদ যেমন একজন বুভুক্ষ মানুষের কাছে
একটি শুকনো রুটির মতো মনে হয়
তোমার কাছেও ভালবাসা ঠিক তেমনি হয়েগেছে।
যে ভালোবাসাকে তুমি বঞ্চনা করেছো
সেই বঞ্চনাই তোমাকে তিলে তিলে পোহাতে হচ্ছে।
জীবন যখন প্রতিকূলতায় নিমজ্জিত
তখন সব ঠিকানাই ভুল ঠিকানা হয়ে আসে।
তোমার নিয়তি তোমায় কোন গন্তব্ব্যে নিয়ে পৌছায়
সেই অপেক্ষাই এখন তোমার শেষ ভরসা।।
=======================
১৯ ডিসেম্বর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
  

No comments:

Post a Comment