Friday, December 11, 2015

"সুখের ঠিকানা"

"সুখের ঠিকানা"
মিজানুর ভূঁইয়া



পাবে কি কোথাও তুমি এমন নিখাঁদ প্রেম
 প্রাসাদ কিংবা অট্রালিকায়
 যেথায় সুখের ছোঁয়া সবার প্রাণ ছূঁয়ে যায়।
 অর্থ দিয়ে যায়না কিনা এমনতর সুখ
 ভালবাসায় শীতল করে জুড়ে সারা বুক।
 সোনা কিংবা হীরের মালায় জোটেনা এই প্রেম
 হৃদয় ভরা ভক্তি তাতে রয়েছে অসীম।
 সুখের ভাগী যেমনি দুজনায়, দুঃখের ভাগীয় তাই
 এমনতর সুখের ছোঁয়া দালান ঘরে নাই।
গ্রাম বাংলার মাটির গন্ধে আজও মিলে খাঁটি প্রেম
শহুরে চাকচিক্কে ভালবাসার হয় যে  শুধু নিলাম।
ভক্তিভরা প্রাণ জুড়ে, ভালবাসার স্বপ্ন চোখে
কুলবধূ মুখটি তাহার লুকিয়ে রাখে স্বামীর বুকে।  
আঁচল দিয়ে মুছিয়ে দেয় বুকের যতো ঘাম
গ্রাম বাংলার ঘরে ঘরে রয়েছে তার প্রমান।
=====================
১১ ডিসেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
 

No comments:

Post a Comment