Sunday, March 2, 2014

"যাত্রীরা সঙ্কটে"

"যাত্রীরা সঙ্কটে"

মিজানুর ভূঁইয়া

এক নৌকায় মাঝি দু'জন
বাইছে বৈঠা বিপরীত ভূবন।
এক মাঝি চায় নিতে তীরে
আরেক মাঝি বায় উল্টা দিকে। 
নৌকাতো আর চলেনা
তীরে যে আর ভিড়েনা।
মাঝ নদীতে বসে
সন্ধ্যা নেমে আসে। 
যাত্রীরা সব দিশেহারা
এবার বুঝি জীবন সারা। 
সাগর জলে চুবে
যাবে জীবন গহীন তলায় ডুবে।
জীবন এখন মাঝির হাতে
মহাসঙ্কটে এই আধার রাতে। 
ঘুচবে তিমির ভিড়বে তরী তীরে
ফিরবে সবাই আপন নীড়ে।
যবে দুই মাঝির দুটি হৃদয়
বাধবে একই ডোরে।    
=========================
মার্চ ০২ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment