Sunday, March 9, 2014

"একই অঙ্গে ভিন্ন রূপ"

"একই অঙ্গে ভিন্ন রূপ"

মিজানুর ভূঁইয়া


মনের ঘরে বসত করেও
হয়না মনের মানুষ।
আপন ঘরে আপন ছেড়ে 
রয় সদা বেহুশ।
যুগ জনমের চেনাজানায়
তুবুও রয় পর।
ঘর ছেড়ে তাই বাহিরে
মাগে অন্য বর।
বাহির থেকে ছুয়ে যায়
এ কেমন হাওয়া।
এক তরী ছেড়ে দিয়ে
অন্য তরী বাওয়া।
আলোক রূপে দেখা যাকে
আসলে অন্ধকার।
পাশে বসে তবুও তাকে
দেখা যায়না পরিস্কার।
==================
রচনা: ০৯ মার্চ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment