Sunday, March 16, 2014

"একটি দেশ ও বঙ্গপিতা"

শতাব্দীর সর্বশ্রেষ্ট বাঙ্গালী, জুলিও-কূরী  জাতীরজনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকীতে
স্বশ্রদ্ধ শুভেচ্ছা:-


"একটি দেশ ও বঙ্গপিতা"
  মিজানুর ভূঁইয়া:- 

 
হে বঙ্গপিতা;
তোমার জন্মই নিশ্চিত করেছে
জাতী হিসাবে এই জাতীর জন্ম।
তোমার জন্মই
এই জাতীকে পৃথিবীর মানচিত্রে
একটি স্বাধীন দেশের স্বীকৃতি এনে দিয়েছে।  
তোমার আগমন ও উপস্থিথি
জাতীর সমস্ত আকাঙ্খাকা, স্বপ্ন ও অস্তিত্বকে
ভূবনময় করে তুলেছে উজ্জলতর।
একজন পিতা তার সন্তানের জন্মের 
অব্যহিত পরে যে সোনালী স্বপ্নে থাকে বিভোর। 
তুমি সেই একই স্বপ্নে
বঙ্গ সন্তানদের সুখী ভবিষৎ বিনির্মাণের দ্রষ্টা ছিলে।
তোমার স্বপ্নের রঙিন ঘুড়িগুলো
আজও উড়ছে সারা পৃথিবীর আকাশ জুড়ে।
তোমার সন্তানেরা সারা পৃথিবীময় ছড়িয়ে আছে,
যেনো একগুচ্ছ উজ্জল তাঁরা জুড়ে আছে আকাশময়।
তোমার বজ্রকন্ঠ ধ্বনি
আজও ভেসে বেড়ায়, এই বাংলার আকাশ ও বাতাসে।
তোমার নাম
আজও স্বগৌরবে উচ্চারিত হয় তামাম পৃথিবীময়।
তোমার বলিষ্ট প্রতিবাদী কন্ঠ,
শিখিয়েছে এই জাতীকে মাথা উচু করে দাড়াতে।
পৃথিবীময় আজও
আমরা শেখ মুজিবের দেশের মানুষ হিসাবেই পরিচিত।
তোমার অস্তিত্বকে অস্বিকার করে,
বাংলাদেশ হয়না; হয় কোনো জল্লাদের কসাইখানা
এই জাতী আজ পেয়েছে মহামুক্তি
তুমিই বঙ্গপিতা, তুমিই এই জাতীর অস্তিত্ব ও মহাশক্তি।  
=====================
রচনা: ১৬ মার্চ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment