Thursday, March 20, 2014

"ভূলের মাশুল হয়না উসূল"

"ভূলের মাশুল হয়না উসূল"
     ---মিজানুর ভূঁইয়া

জীবনের মোড় যদি কোনো এক ফাঁকে
ঘুরে যায় অচেনা কোনো এক বাঁকে। 
সুদূর পথ চলায় ক্লান্তিতে জীবন হয় সার
যদিও-বা কোনোভাবে  মিলে দিশা তার।
জীবনের অনেকটুকু সময় হয়ে যায় পার
আলোর বদলে শুরু হয় আঁধার।
সময় বড়ই নিঠুর দেয়না কোনো ধার
সময় যা চলে যায় ফিরে নাকো আর। 
ভুলে ভুলেই যদি জীবন হয় অবসার  
ক্ষুদ্র জীবনের বাকী থাকে কতো আর।
জীবনকে নিয়ে কোন এক সংকীর্ণ গলি
যদি তাকে দিয়ে দাও একদম বলি।
জীবনের রঙিন ফুলের ফুটবেনা কলি। 
চোরাবালি দেখেও যদি পা দাও তাতে
পড়ে যাবে নিঃসন্দেহে একেবারে ফাঁদে।
পাবেনা খুঁজে তাকে যে ছিলো সাথে
জীবন সাঙ্গ হবে সারা জীবন কেঁদে কেঁদে।
=============================
রচনা: ২০ মার্চ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ  

No comments:

Post a Comment