Tuesday, March 11, 2014

"বোকায় খায় পোকা"

"বোকায় খায় পোকা"

মিজানুর ভূঁইয়া


আচমকা এই কোন হাওয়া
দিলো ভীষণ ধাওয়া।
ছুটছে পিছে না জেনে
তার আসল রূপ ও ছায়া।
মানুষ তিনি এমন
দিল তিনার কাদার মত নরম।
সুখ-দুঃখের কথা শুনেই
দিলে আসে রহম ।
মানুষ তাই সুযোগ নিয়ে
খেলে নানা রকম।
বুদ্ধিমান সেজে যে জন
দেয় অপরকে ধোকা।
সে জন বুঝে অবশেষে
খেয়ে ছাঁই ভষ্ম ও পোকা।  
===================
রচনা: মার্চ ১১ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment