Sunday, March 23, 2014

স্বাধীনতা

              স্বাধীনতা
"সব কিছুই এখন আমাদের" 
       ---মিজানুর ভূঁইয়া:-
 
স্বাধীনতা
তুমি এবং সব কিছুই এখন আমাদের।
ভোরের পাখিদের কন্ঠে
সুরেলা হরেক রকম প্রাণ ছুয়ে যাওয়া গান।
অপেক্ষমান ফুল কলিদের
ভোরের প্রথম আলোর স্পর্শে ফুটে উঠা।   
প্রত্যুষে মসজিদের মিনারে
মোয়াজ্জেমের সুরেলা আজানের ধ্বনি।
মন্দিরে মন্দিরে
উলুধ্বনি কিংবা কাসার ঝন ঝন শব্দ।
গীর্জায় গীর্জায়
পেন্ডুলামের এপাশ ওপাশ দোলানো ঘন্টি।
ধর্মীয় ভ্রাতৃত্ব ও স্বাধীনতা
হাজার বছরের লালীত বিশ্বাস ও সংস্কৃতি
ঐতিয্য ও ইতিহাস, এ শুধুই এখন আমাদের।
সাম্প্রদায়ীক দানবেরা
পারেনি তা কেড়ে নিতে, ধর্মবাদের অজুহাতে।
স্বাধীনতা
তুমি এবং সব কিছু এখন শুধুই আমাদের।
গ্রামের লজ্জাবতী কূল-বধুদের 
অতিপ্রত্যুষে সূর্য্য উঠার আগে কয়েক ক্রোশ দুরে
নদী কিংবা খালে স্নান সেরে নেওয়া এবং
কলসী কাকে হেলে দুলে বাড়ি ফিরা,সেই অপরূপতা।
কৃষকগণ কাস্তে হাতে, লালঙ্গল কাধে
মনের সুখে পল্লীগীতি কিংবা ভাটিয়ালির সুর কন্ঠে
নিয়ে, আকাবাঁকা মেঠো পথ ধরে মাঠের দিকে ছুটে যাওয়া।
গ্রামের কিশোর কিশোরী
ডোবা ডাঙ্গায় ঝাপিয়ে পড়ে, পদ্মফুল ও শালুক কুড়িইয়ে
মনের আনন্দে বাড়ি ফেরার সেই অপূর্ব দৃশ্য।
এই সব শুধুই আজ আমাদের,
পারেনি সেই হিংস্র দানবেরা তা নিঃশেষ করে দিতে।
স্বাধীনতা
তুমি আজও স্বগৌরবে আমাদের এবং আমাদেরই।
স্বাধীনতা
তুমি সকালের পূব-আকাশে উদীয়মান লাল সূর্য্য
সীমাহীন সবুজে ঢাকা মাঠ ঘাট প্রান্তর।
তুমি ঝিরি ঝিরি বয়ে যাওয়া সকালের হিমেল বাতাস
তুমি কৃষকের মাঠ ভরা সোনালী ফসলের সম্ভার,
তুমি কৃষাণীর উঠোনে মেলে দেওয়া শুকানো ধান,
তুমি পৌষ মাঘে তাল খেজুরের রস,
তুমি মিষ্টি মধুর গন্ধেভরা মন মাতানো পিঠা-পায়েশ।
তুমি আষাড় শ্রাবনের
বিরামহীন মুষধারে বৃষ্টি টিনের চালে টুপ টাপ,
তুমি সন্তানের প্রতি মায়ের অকৃত্তিম ভালবাসা,
বাবার চোখে সন্তানের নিরাপদ ও স্বপ্নময় ভবিষ্যৎ,
তুমি আজও স্বামী স্ত্রীর অপূর্ব নিখাদ ভালবাসায় সমুজ্জল,
তুমি আজও সমাজ, সংসার সম্পর্ক ও ভালবাসায়,
সারা পৃথিবীময় অপ্রতিন্দন্ধী ও চিরঞ্জীব।
তুমি শুধুই আক্ষরিক স্বাধীনতা নয়, আমাদের জীবনের
সমস্ত আকাঙ্খার পরিপূর্ণতা, স্বাধীনতা তুমি অবিসংবাদিত।
স্বাধীনতা তুমি এখন শুধুই আমাদের, শুধুই আমাদের।
===================== 
রচনা: মার্চ ২৩ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment