Wednesday, March 5, 2014

"তুমি"

"তুমি"

মিজানুর ভূঁইয়া

তুমি ছিলে কোন নিয়তির অস্পষ্ট লীলা!
হঠাৎ করে এসে করে গেলে অনেক খেলা
ভাসালে তরী আর ভাসালে ভেলা।
গাইলে গান,  বাজালে বাসি, উঠালে সূর
আচমকা সব থেমে গেলো!
অজানা কারণে চলে গেলে অনেক দূর।
তোমার ভাবনা আর উন্মেশনা,
আমাকে দিয়ে গেছে অনেক সৃষ্টিশীল প্রেরণা।
তুমি অভিমানে কেনো সরে গেলে খানিক দূর
আমি আজও হারাইনি, গাইছি নিয়ে একই সূর।
আজ আমার লেখায় চারিদিকে দেখি জয় জয়কার
তুমি ছিলে প্রেরণা, নেই আজ, সেটাই হাহাকার।
তুমিকি তবে ছিলে উর্মিলা?
কেনো অকারণে করে দিলে সব সাঙ্গলিলা।
==============================
রচনা: ০৫ মার্চ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment