Tuesday, March 4, 2014

"ফন্দিবাজের সন্ধি"

"ফন্দিবাজের সন্ধি"

মিজানুর ভূঁইয়া
 
কি এক জালিমের পাল্লায়, ফেলেছে আল্লায়
নাই রহম, নাই ধরম, নাই কোনো হিল্লা 
জানে শুধু ভারী করা আপনার পাল্লা।
সাধু, মনি-ঋষি সেঝে আমি খেয়েছি ধোকা
লোকে বলে আমি নাকি একদম বোকা।
সংসার ভালোবেসে বার বার ঘুরে এসেছি
তার নিষ্ঠুর আচরণে মাথা ঠুকে মরেছি।
দিয়ে তাকে সম্মান তুলেছি আসমান
আজ দেখি বন্ধু নয় সে, আস্ত বেইমান।
তিলে তিলে সৎ ভাবনায় সংসার গড়েছি
তবুও শান্তি নাই, মনে হয় তাসের ঘর সেজেছি।
এমন ধড়কবাজ থাকে শুধু ধান্দায়
যতই আপন ভাবি তবুও সে কান্দায়।
সংসারী করে তাকে সমাজে দিয়েছি সম্মান
অপমানে অপবাদে দিয়েছে তার প্রতিদান ।
সংসার না বুঝে করে যদি ফাদ
সংসার থাকেনা তা, হয়ে যায় কুপোকাত।
সংসার দুজনের মিলিত এক দীর্ঘ সন্ধি
থাকেনা শান্তি সেখানে, যদি কেউ করে ফন্ধি।
=========================
রচনা: ফেব্রুয়ারী ২৭ ২০১৪
ভার্জিনিয়া, ইউএসএ  

No comments:

Post a Comment