Monday, March 3, 2014

"বুকে তার চেতনা ও স্বপ্ন"

যে সকল অকুতোভয়ী বীরসেনানীরা দেশ মাতৃকার স্বাধীনতার
জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত:-


"বুকে তার চেতনা ও স্বপ্ন"

মিজানুর ভূঁইয়া

চেতনার উদ্ভাসে উড়ে ঐ বিজয় নিশান
দামাল ছেলে মহাউল্লাসে গায় মুক্তির গান 
হৃদয়ে তার মানচিত্র, হাতে জয় নিশান।
মুখে তার জয় ধ্বনি, বুকভরা তার সাহস
অন্তরে তার ছবি আকা একটি সুন্দর বাংলাদেশ।
প্রত্যাশার এই লাল সূর্য্য, স্বপ্নের সবুজ দেশ
নদীমাতৃক দেশ তার, শস্য শ্যামল বেশ 
অপরূপ এই বাংলা যার নাইকো কোনো শেষ।
কবি গুরু রবীন্দ্র আর জাতীয় কবি নজরুল
তারাই হলো বাংলা সাহিত্যর আসল ঠিকানা ও কূল ।
অহংকার যার সংস্কৃতি, ভাটিয়ালী আর পল্লীগীতি।
লালন, হাসন, করিম শাহ আছে যতো সাধক 
সবাই তারা এই মাটির সংস্কৃতির ধারক।   
ফকির দরবেশ, সাধক আর আছে যত আউলিয়া
এই মাটির গন্ধে রসে গণসংগীত আর বাউলিয়া।
চেতনায় তাই কিশোর জাগে, হাতে তার বিজয় নিশান
হৃদয়় তার গেয়ে উঠে মহামুক্তির জয়গান।
===========================
রচনা: ০৩ মার্চ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment