Monday, February 24, 2014

" ফন্ধিতে হয়না সন্ধি"

" ফন্ধিতে হয়না সন্ধি"----------মিজানুর ভুইয়া
সংসার যখন তিরস্কারে পরিনত হয়
তখন হয়ে যায় তা কুরুক্ষেত্র।
আসলে তা আর থাকেনা সংসার
হয়ে যায় লোক দেখানো মাত্র।
মনের ভিতর যদি বেধে রাখে ফন্ধি
থাকেনা আর ভালবাসায় গড়া সন্ধি।
সংসারীরা; যদি থাকে অন্য ফিকিরে বন্ধি
সংসার টিকেনা, ভেঙ্গে হয় চুরমার জলদি।
সংসারী আয়নায় যদি না দেখে নিজের মুখ
সেই সংসারে তবে মিলেনা এতোটুকু সুখ।
সংসারমর্ম না বুঝে যে সংসার করে
অচিরেই সেই সংসার অতল গহবরে ডুবে।    
দুটি জীবনের সোহার্দতায় গড়া সংসার 
হয়ে উঠে প্রশান্তির এক মিলন মনিহার।
এই কথাটি বুঝেও বুঝেনা যারা 
তাহারে আর কুর্নিশ করা সাঝেনা বার বার।
============================
 ডিসেম্বর ২৯ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment