Tuesday, February 18, 2014

"ছদ্ববেশী সর্বনাশী"


"ছদ্ববেশী সর্বনাশী"
মিজানুর ভূঁইয়া

আপন গায়ে তোমার লাগলে আঘাত
উহু আহা শব্দ করো।
পরের বুকে তুমি কেমন করে ছুরি মারো।
নিজের জীবন তুমি স্বপ্নে ভরো
পরেরটুকু আড়াল করো।
এই ধরাতে কেমনতরো মানুষ তোমরা!
তবুও নিজেদেরকে সৃষ্টির শ্রেষ্ট বলো।
সকাল বিকাল শুধু পরচর্চা করো,
মানুষেরে জব্ধ করো, আমলনামা ভারী করো।
মানুষ নয় তোমরা; মানুষ নামের কীট
মানব রুপি স্বার্থলোভী জীন পরী প্রেত।
হৃদয়বিহীন কঙ্কাল তোমরা, সমাজের শ্বেত।
করে অন্যের ধন চুরি, বাড়াও নিজের ভূড়ি
তবুও সাধু সাজো, করো সিনাজুরী।
ভন্ডরুপি পাষণ্ড তোমরা, মারো হাতে তুড়ি 
পাপের ধনে বনিক সাজো
সমাজে বড়কর্তা হয়ে, ভরো নিজের ঝুড়ি। 
==============================
রচনাকাল: ১৮ ফেব্রুয়ারী ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment