Wednesday, February 19, 2014

"অহংকারের বর্ণমালা"

"অহংকারের বর্ণমালা"

মিজানুর ভূঁইয়া

আপন বর্ণমালার স্বপ্ন জেগেছে হৃদয় কূহরে
জীবন দিয়ে জিনে নিবো রুখবে কে আমারে। 
বর্গীরা সব হানা দিলো আমার ভাষার পরে
আকাশ জমিন উঠলো কেপে ভীষণ হুঙ্কারে।
বীর বাঙ্গালী, ভাষা সেনা নামলো রাজপথে
অকাতরে দিলো জীবন, রুখলো হায়নাদের।
বুকের রক্তে রঙ্গীন হলো আমার বর্ণমালা
দস্যুরা সব গাট বেধে, বললো এবার পালা।
ভাষার তরে জীবন দিলো, এমন কোথাও নাই
বুকভরে তাই অহংকারে, শুনে তৃপ্তি পাই।
আনন্দে সব উঠলো মেতে, গান গাইলো এক সূরে
বাংলা বর্ণমালার রক্তিম সূর্য্য উঠলো জেগে ভোরে।
================================
রচনাকাল: ১৯ ফেব্রুয়ারী ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment