Saturday, February 1, 2014

"মায়ের ঋণ"

"মায়ের ঋণ"
মিজানুর ভূঁইয়া

মা হলো সবার জীবনে এক অমুল্য রতন
করিওনা তাকে কখনো হেলাফেলা, করিও যতন
জীবন তোমার শান্তি ও পরিতৃপ্তিতে ভরিবে তখন
করিলে মায়ের সেবা, দিয়ে আপন মন
জীবন তোমার হাসিবে পূর্নিমার চাদের মতন
ভোরের কোমল হওয়ায় ভরে যেমন বুক
তেমনি হৃদয়ে শান্তি আনে, দেখে মায়ের মুখ
জীবনে পাইবেনা অকৃত্তিম মায়াভরা এমন আপন
যার ছায়া শীতলতায় ভরে  প্রাণ ও মন
এই জগতে চির সত্য আছে একটি মহান প্রাণ
যার নামের পরশে সকল বিপদ হয় পরিত্রান
সে যে আর কেউ নয়; গর্ভধারিনী মা যার নাম
মায়ের মনে দুঃখ দিয়ে করোনা জীবন ক্ষীন
জীবনে হয়তো পাবেনা সুযোগ, করিতে শোধ তার ঋণ
মায়ের সেবায় যদি নিবেদিত করো মন ও প্রাণ
ফুলের সোরভে ভরে রইবে তোমার জীবন সারাক্ষণ 
খুশি হলে মায়ের মন , পুস্প হাসিতে ভরে উঠে আসমান-জমিন
সেই স্বর্গের দূত মাকে করোনা কখনো অপমান
হৃদয় মন্দিরে পুষে রাখো তাকে দিয়ে মান সম্মান 
===============================
রচনা: February ০২ ২০১৪
ঢাকা, বাংলাদেশ  

No comments:

Post a Comment