Wednesday, January 29, 2014

"মায়ের কদর"

"মায়ের কদর"
মিজানুর ভূঁইয়া

হৃদয় আমার কাদলো কেনো
গভীর রাতের পরে।
সকাল গিয়ে দুপুর হলো
জানলাম, মা গেল মোর মরে।
হৃদয় ভরে রাখলাম ধরে
মাকে আমার কত যতন করে ।
এমনিভাবে হঠাৎ করে
চলে যাবে ভাবিনী তা গুনাক্ষরে।
মাথার উপর ছাতা ছিলো
গেলো তাহা সারা জীবনের তরে সরে।   
মায়াভরা ভালবাসা
এখন চলে গেলো অনেক অনেক দূরে।
মা বিনা এই ধরনীর তরে  
জীবন আমার ভরে রইলো ভীষণ হাহাকারে।
রইলোনা সে; আর মা বলবো কাকে?
শুন্যতা তাই বিরাজ করে হৃদয় বাকে বাকে।
এমন মধুর মমতা
এই জীবনে আর কোথায় পাবো খুজি।
মায়ের মূল্য কত বেশী তা আজ হাড়ে হাড়ে বুঝি।
মায়ের কোলে সন্তান থাকে নিরাপদ
তাইতো সন্তানের জীবনে আসেনা কোনো আপদ-বিপদ ।
সেই মায়ের অভাব কবু পূর্ণ নাহি হয়
এই জগতে এমন সম্পর্ক আর দ্বিতীয়টি কি রয়।
==============================
রচনা: জানুয়ারী ২৩ ২০১৪
দোহা এয়ারপোর্ট কাতার

No comments:

Post a Comment