Thursday, January 9, 2014

" থামাও ধর্মীয় বলত্কার"

" থামাও ধর্মীয় বলত্কার"
------------মিজানুর ভূঁইয়া


উন্মাদনায় উন্মত্ত তোমরা করো ধর্মীয় বলত্কার
অপরাপর ধর্মকে তোমরা করিতেছো কুপোকাত
কথায় কথায় পরস্পরে বিদ্বেষ ও করো কষাঘাত
ভাইয়ে ভাইয়ের সাথে বুকে বুক না মিলাইয়া
উঠাইতেছো একে অপরের গায়ে হাত 
বলে তাদের সংখ্যা লঘু, বানাইতেছো ঘুঘু
শিকার করো তাহাদেরকে যেনো যদু-মধু
টানিয়া হেছ্ড়াইয়া ঘরের বাহির করো গৃহবধু
নির্লজ্জ পাষন্ড তোমরা, পৈশাচিকতা দেখাও শুধু
ধর্মের নামে ঘৃনা ছড়াও; মহাবীরত্বের ঝান্ডা উড়াও
অগ্নিদগ্ধ করে ঘর-গৃহশ্তালি ও মানুষেরে
নিজের বীরত্ব বাড়াও, মানুষ নামের কলঙ্ক তোমরা
ভান করো যেনো নিজের ধর্ম বাঁচাও
ধর্মের সেই মহাশান্তির ছায়াতলে
মানুষকে কখনো মারা যায়না, সে দুর্বল বলে 
ধর্মের ধ্বনি শান্তির বাণী, নয় কোনো কোলাহলে
সে কথা বার বার মহামানবেরা গেছেন বলে
=====================
রচনা: জানুয়ারী ০৯ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment