Tuesday, January 7, 2014

"সম্পর্ক আজ মহাযাতাকলে পৃষ্ট"

"সম্পর্ক আজ মহাযাতাকলে পৃষ্ট"

--------------------মিজানুর ভূঁইয়া


জীবনে যখন সুখের এতোই আকাল
নিয়ে নাও; যখন যতটুকু মিলে ক্ষণ
কে জানে! তা আবার মিলবে কখন?
আজকাল বাজারে সুখ কেনাবেচা হয়
অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে।
অর্থে কেনা সুখ; তাতে হয়না পরিতৃপ্তি
তাই খুঁজে পাওয়া যায়না তার আসল ভিত্তি ।
মেকী ভালবাসায় আদো মিলেনা সুখ সত্যিই
আজীবনই তাই ; তাহা রয়ে যায় কৃত্তিম।
সুখ কেনাবেচার এই আধলে
আত্মার সম্পর্ক আজকাল যাচ্ছে বদলে।
আধুনিকতার ঢামাঢোলের এই মনোহরে 
সম্পর্ক ও দায়ীত্ববোধ,
দিন দিন সরে যাচ্ছে অনেক দূরে।
হারিয়ে গেছে সেই মহামিলনের ও স্বস্থির দিন
তাই আজ,
মানবিক সম্পর্কগুলো হয়ে যাচ্ছে ক্ষীন। 
চিত্তে খোদাই করা আনোতো সুখ
হৃদয়ীক সম্পর্কের এক তৃপ্তিভরা বুক। 
ভালবাসার অমৃত শুধায় সদা ভরপুর
হৃদয় মোহিনিতে ভরে খোশবুর।
===========================
রচনা: ০৭ জানুয়ারী ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment