Friday, January 10, 2014

"ধর্ম যার যার রাষ্ট্র সবার

"ধর্ম যার যার রাষ্ট্র সবার
এ কথা মনে রাখিতে হইবে সবার"

 --------মিজানুর ভুঁইয়া

(১) ধর্মের জাল বুনিশ তুই, মানবতার জাল টুটে
আসল খবর রাখিস কি তুই, তোর্ নিজের তলা ফুটো।


(২) ধর্ম দিয়ে তুই জ্বালিস আগুন
নিজের জন্য মাগিস ফাগুন।


(৩) অন্তরে সদাই তুই পুশীষ কালো
কেমন করে তুই করবি পরের ভালো।


(৪) তুই পরের ধর্ম কলুশ করে
নিজের ধর্মে রাখিস উলুশ ভরে।

(৫) ধর্মের যাতাকলে তোমরা হলে অন্ধ
আচরণ করছো, যেন একেবারে জন্তু।


(৬) ধর্ম হলো যার যার বিশ্বাসীয়  আচরণ
নিজের মত সেথায় করবে সবাই বিচরণ। 
 
(৭) ধর্ম হলো শাশ্রীয় বিশ্বাসের ব্যাকরণ
কেউ কাউকে করবেনা আঘাত অকারণ।
=====================
রচনা: জানুয়ারী ১০ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment