Monday, February 24, 2014

"খল নায়ক ও খল নায়ীকা"

"খল নায়ক ও খল নায়ীকা"

মিজানুর ভূঁইয়া


তুমি একেবারে ভালবাসার প্রতীমা বণে যাও
ভালবাসা দিবস এলে;
তোমার মনে উদয় হয় অফুরন্ত ভালবাসা সম্ভার 
মোমের মতো গলে গলে একাকার হয়ে যাও তুমি।
লোক দেখানো বেলেল্লাপনায়
তুমি উন্মাদের মতো নৃত্য গীতে মগ্ন হয়ে যাও।
যেনো হৃদয় কূহরে, বিরামহীন ভালবাসার নহর বৈছে
এক্ষুনি যেনো তোমার কাছে হার মেনে যাবে
ভালবাসার দেব-দেবী রাধা-কৃষ্ণ।  
প্রেম ভালবাসা সারা বছর ঘুমিয়ে থাকলেও,
বছর ঘুরে ভালবাসা দিবস এলে,  
তুমি জোয়ারে উপচে পড়া জলের মতোই
টগবগিয়ে উঠো, যেনো ভালবাসার প্লাবনে
ভেসে যাওয়া এক অথৈ সাগর।
তুমি চন্দ্র ও সূর্য্যের মতো
হঠাৎ করে ঝলসে উঠো, ভীষণ আলো ও উত্তাপে
যেনো তোমার ভালবাসার ফেনিল স্পর্শতায়
স্বর্গ সুখে ভরে যাবে এই ভুবন।
তোমার প্রেমের বাগানে
এক বার্ষিক ফুলের মত, বছরে একবারই ফুল ফোটে।
সারা বছর তোমার প্রেম প্লাবন, নিরবে ঘুমিয়ে থাকে
আর সেটা জেগে উঠে শুধু বছরে একবার। 
==============================
রচনাকাল: ফেব্রুয়ারী ১২ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ  

No comments:

Post a Comment