Monday, February 3, 2014

"সাদা মনের মানুষ"

এই তার প্রমান মানুষ চিনতে জীবনে খুবই কম ভুল করি
খুবই কম লোক সম্পর্কে এইভাবে লিখেছি।
২০১৪ সালের এই লেখাটি।  

"সোজা কথা"

"প্রিয় মুখ-প্রিয় মানুষ"

"সাদা মনের মানুষ"
------মিজানুর ভূঁইয়া

অন্তর তার অতি খাসা, মুখে তার সদা হাসি পাই
সে আর কেউ নয়;
আমাদের সেই চির চেনা ভালবাসার জসিম ভাই।
বুরুক্রেচির সব অহমিকাকে ডিঙ্গিয়ে,
মানুষের কাতারে যান তিনি সহজেই সামিল হয়ে
সে আর কেউ নয়;
আমাদের সেই বহুগুণী, সদালাপী, প্রিয় মানুষ
ওয়াশিংটন এম্বাসির ডেপুটি চীপ মিসান, জসিম ভাই।
এমন সাদা মনের মানুষ, কোথায়ও কি খুঁজে পাই!
কর্মে তিনি অতিশয় দক্ষ, জীবনে একটি তার লক্ষ্য
মানুষকে ভালোবেসে পেতে দেন তার বক্ষ
নেই কোনো অহমিকা নেই তার পদবীর দম্ভ
খোলা মনে মিশে যান সবার সাথে অন্যরা দেখে হয়ে যান হতভম্ব     
ভাবী বড় মিষ্টি, আল্লার অপূর্ব সৃষ্টি
সবার বন্ধু হয়ে যান অতি সহজে। 
হাসি মুখে ঘুরেন ফিরেন, দিল তার একদম ছাচ্চা
মানুষের ভালবাসায় জীবন কাটছে তাদের আচ্ছা।
এমনি ভাগ্যবান দু'জনেই, আছে তাদের লক্ষী দুটি বাচ্চা।
====================
ভার্জিনিয়া ইউ এস এ 
ফেব্রুয়ারী ০৪ ২০১৪    

No comments:

Post a Comment