Sunday, December 1, 2013

"স্বপ্ন চুরি"

                "স্বপ্ন চুরি"

-----------মিজানুর ভূঁইয়া


  যে রঙিন স্বপ্নে আমরা এঁকেছি এই লাল সবুজের পতাকা
সেই স্বপ্নের এই পতাকা আজ এতো মলিন কেনো?
যে আশাতে আমরা বুকের ভেতর বেঁধেছি এই সুখের নীড়
সেই নীড়ে আজ এতো কান্না এতো হাহাকার কেনো?
যে সুখের পরশ নিয়ে মধুর সূরে গানগুলো আমরা বেঁধেছি
সেই গানগুলো আজ এতো বেসূরে হয়ে গেলো কেনো?
আমার সন্তানের বুকের ভেতর লালিত সুন্দর প্রত্যাশাগুলো
আজ প্রকাশ্য দিবালোকে চিনিয়ে নিয়ে যায়, ওরা কারা?
যে আকাশে আমরা প্রতিশ্রুতির লাল সুর্য্যকে উঠিয়েছি
সেই সূর্য্যটি আজ এমন মেঘে ডেকে দিলো কারা?
যে মায়াময় সবুজকে আমরা ছড়িয়ে দিলাম মাঠে প্রান্তরে 
সেই সবুজ শ্যামল দীগন্ত বিস্তৃত প্রান্তর মাড়িয়ে গেলো কারা?
আমার সেই অজস্র প্রানের বিনিময়ে কেনা লাল সবুজের পতাকা
আজ কেড়ে নিতে চায়: সে কোন দানব, কোন শকুনেরা?
========================
ডিসেম্বর ০১ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment