Wednesday, December 25, 2013

"আত্মকথন ও আত্মশোধন"

"আত্মকথন ও আত্মশোধন"

-------------মিজানূর ভুইয়া


যিনি অন্তরে করেন বসত
অন্তরজামী তার নাম। 
অন্তরে বসে করেন তিনি
অন্তর মেরামতের কাম। 
অন্তর যার গোধুলিতে ভরা
তাকে
তিনি কিভাবে করেন মেরামত?
তিনিই জানেন, তিনিই করেন
ভালো ও মন্দ যাহা দেখেন আলামত। 
মানুষ;
তবুও কেনো এতো বেশি ভিন্ন! 
কেউ করে দেয় হৃদয় উজাড়
কারো অন্তর কেনো কালিমায় পূর্ণ। 
মানুষ, যদি মান-হুশই হয়
তবে কলবে কেমনে অশুদ্দ্ব্তা রয়। 
মানুষ নামের মনুষ্যতায়
কেউ  কেনো কলঙ্ক বয়ে রয়। 
আর কেউবা কেনো
এতো সিদাসাধা অতি সহজেই
করে নেয় অন্যের অন্তরজগৎ জয়। 
অন্তরজামী নিজেই নিজের
শুধু সে কথাটি মনে রাখিলেই হয়। 
======================
ডিসেম্বর ২৫ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment