Friday, December 13, 2013

" ফাঁদপাতা জাল আর বুনোনা"

" ফাঁদপাতা জাল আর বুনোনা"

-------মিজানুর ভূঁইয়া

স্বাধীন দেশে দেখতে চাইনা আর কোনো হায়ানা
আমরা শুনবোনা তোমাদের আর কোনো বায়না
বেয়াল্লিশটি বছর ধরে ঝরেছে অজস্র তাজা প্রাণ
শুনেছি বহু স্বজন হারানোর বেদনাময় সেই কান্না
তোমাদের আর কোনো মতেই সুযোগ দেয়া যায়না।  
এভাবে একটি স্বাধীন দেশ কখনো চলতে পারেনা
তোমরা ষড়যন্ত্র, ভ্রান্তি ও মিথ্যার জাল আর বুনোনা
তোমরা ধ্বংশ যজ্ঞের এই মরণ খেলা আর খেলোনা
নিরীহ মানুষকে আর জীবন নাশের দিকে ঠেলোনা
ক্ষমতার মসনদ লোভের মরণ কামড় আর দিওনা।
এই জাতীর সম্ভাবনাময় সূর্য্যটিকে আর ডুবিও না
সোনালী স্বপ্নে আঁকা রঙ্গিন দিনগুলোকে আর বদিওনা
বাগানে ফুটে উঠা টগবগে ফুলগুলোকে আর ছিড়োনা
দাও স্বাধীনতার অহংকার, হতে সকল মুক্তির অলংকার।
===========================
রচনা: ডিসেম্বর ১২ ২০১৩
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment