Thursday, December 19, 2013

"ভ্রান্তি বাড়ায় ক্লান্তি"

"ভ্রান্তি বাড়ায় ক্লান্তি"
------মিজানুর ভুইয়া

আমার এই সোনার দেশ
কাহারা করিতেছে শেষ।
তাহাদেরও একদিন
জ্বলিতে হইবে
বুকে নিয়ে বেদনাময় বিষ।
আসিবে যবে সেই সময় 
খুজিয়া পাইবেনা কোনো রেশ।
আপন গৃহ অগ্নিদগ্ধ করিয়া
যাহারা
শত্রুতা করিতে চাহে উদ্ধার।
মুরুক্ষ ও নির্ভোদ তারা
বুঝিবে হয়তো একদিন
যখন থাকবেনা কোনো অবশেষ।
নিজেকে যদি আমরা না পারি বুঝিতে
থাকি সদা পরোচর্চায় মত্ত ।
আপন ভুবন ভরিবে ধ্বংশ লীলায়
থাকবেনা
আর কোনো কিছু অবশিষ্ট।  
প্রতিশোধ কখনো করেনা প্রতিকার 
বাড়ায় আরো দন্ধ।
মানুষকে করে ফেলে একেবারে অন্ধ
সকল শান্তির দরজা
তখন একেবারে হয়ে যায় বন্ধ।
যদি আমরা
ধরিতে পারি নিজ নিজ ভ্রান্তি
তবেই আসলে আসিবে চিরসুখ ও শান্তি।
========================
রচনা: ডিসেম্বর ১৯ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment