Sunday, December 8, 2013

"ভন্ড প্রীতি"

"ভন্ড প্রীতি"

-----মিজানুর ভূঁইয়া

রাজনীতি রাজনীতি
রাষ্ট্র চালায় যে নীতি
তোমরা বানাও ভন্ডরীতি।
গাড়ি পোড়াও, মানুষ মারো
আরো দেখাও ভয়ভীতি।
আগুনে পুড়িয়ে মানুষ
তোমারা করো ফানুস
বুঝার কোনো নাই উপায়
তোমরা জানোয়ার না মানুষ?
হতে চাও দেশের শাসক
তোমরা আসলে বড় শোষক।
তোমরা বানাও রাষ্ট্রনীতি
তোমরাই করো বড় জালিয়াতি।
ভাবো তোমরা ত্রাণকর্তা
কিংবা সাঝো মহামানব
মানুষরুপি দেখতে বটে,
আসলে আস্ত মহাদানব।
মানুষকে দিয়ে এতো ভোগান্তি
হাফ ছেড়ে দূর করো নিজের ক্লান্তি।
আম-জনতাকে বানাও আলু
তোমরা সাঁঝো বড় খালু।
রাতের বেলায় করো সবাই কানাকানি
মানুষে মানুষে লাগাও হানাহানি।
দেখে তোমাদের এই তিলিসমাতির খেলা
দুনিয়ার সভ্য জাতী হাঁসে অনেক মেলা।
পরে আছো গনতন্ত্রের মেকী খোলস
আসবে সেদিন দৌড়াবে উর্ধ্বশ্বাসে
ভাংবে তোমার কাঁকের কলস।
=========================
ভার্জিনিয়া, ইউ, এস, এ
রচনা: ডিসেম্বর ০৭ ২০১৩

No comments:

Post a Comment