Tuesday, December 17, 2013

"মুখোশ খুলে দাও"

          " মুখোশ খুলে দাও"

-----------মিজানূর ভূঁইয়া


 আজ এসেছে মহামিলনের ডাক
এসেছে মহাবিজয়ের ক্ষণ
চলো সবাই দিগ্বিজয়ে গাই
চিরমুক্তির সেই হৃদয় উজাড় করা গান।
শত ঝরাজীর্ণতা ও বাধা-বিপত্তিকে এড়িয়ে
চলো আলোকিত সূর্য্যটাকে ছুঁই।
আঁধার মোদের ঘিরিয়াছে চারিদিক
নয় সংশয়; চলো পথ খুঁজি সঠিক।
লক্ষ্য কোটি প্রানের আবেগ ও আকুতি
কে দিবে তার সঠিক মূল্য?
ভাবো তা অতীত হয়ে গেছে
আজ নিজেই খুঁজে নিতে হবে সে পথ
যা হারিয়েছিল ক্ষমতা লোভীদের জন্য।
যে আলোকিত সূর্য্য মোদের
ঢাকিয়াছে বার বার কালো মেঘের ছায়ায়।
সে সূর্য্যটি আজ হাতের নাগালে
চলো সবাই আমরা তার আলোটিকে ছুঁই।
আজ এসেছে আবার মহামিলনের ডাক 
চলো সকল হীনতা, ষড়যন্ত্র আর ছদ্ধবেশকে গুড়িয়ে 
শান্তি, মানব মুক্তি ও কল্যাণের গান গাই।
মুখোশ পরা সেই মুখোশধারীদের মুখোশ খুলে দেই।
========================
রচনা: ডিসেম্বর ১৭ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment