Tuesday, December 10, 2013

"মাটির মুক্তি"

                      "মাটির মুক্তি"

---------মিজানুর ভূঁইয়া
                    
ঘাতকের দল, কোথায় পায় এতো মনোবল?
রাতদিন চষে বেড়ায়, জলকে তারা বানায় স্থল।
এতো তান্ডভ, এতো রক্ত, সব বিভীসিকাময়
এতো গ্লানি, এতো যন্ত্রণা, এতো প্রাণ ক্ষয়,
রক্তচোষা জন্থুরা তবুও পায়না এতটুকু ভয়।
আজও সবুজ পতাকা হয় রক্তে লাল বার বার
তবুও নিঃশেষ হয়না সেই চিরচেনা হানাদার।
ওরা বারং বার বানায় আমার সুখের এই ঘর
বেদনাময় এক বিষাক্ত শঙ্খনীল্ কারাগার।
বারে বারে যদিও স্বপ্ন আসে, একেবারে দ্বার প্রান্তে
তবুও কেনো হয়েও; হয়না শেষ, তিমির এই দিগন্তে।
আমার ভাইয়ের, বোনের জান ও সম্ভ্রম বধিলো যারা
দেশের মাটিতে রক্তহুলি আজও খেলছে সেই ঘাতকেরা।
সে কোন রক্ত খেকো নরপিচাসেরা পিছন থেকে
খেলিছে সদা নারকীয় এই পিচাসিও তান্ডভ খেলা
অদৃশ্য সুতার টানে লন্ডভন্ড করে দেয় রাষ্ট্রীয় কানুনগুলা। 
আমার মাটির মুক্তি আজ কোটি প্রানের "এক দাবী"
ঘাতকেরা এই স্বাধীন বঙ্গভূমি কবে ছেড়ে যাবি??? 
================================
ভার্জিনিয়া, ইউ এস এ
রচনা: ১০ ডিসেম্বর ২০১৩
 

No comments:

Post a Comment