Tuesday, November 26, 2013

"সুবচন নির্বাসন"

                        "সুবচন নির্বাসন"
---------------------মিজানূর ভূঁইয়া

যদি করে থাকো কোনো ষড়যন্ত্র কিংবা ফাঁদপাতা ছল
পাপিষ্ট রহিবে তুমি চিরদিন, মন থাকিবে সদা চঞ্চল।
দিয়েছি তোমায় উদার চিত্তে পেতে সিংহাসন বার বার
প্রতিদানে তুমি শুধুই চেয়েছো আমাকে হারাবার।
দৈন্যতা তোমায় ঘিরিয়াছে যেনো এক অস্পষ্ট ছায়ায়
তাই হৃদয় ভরিয়াছে তোমার অমুছনীয় কালিমায়।
তুমি কখনো করোনা কোনো তোয়াক্কা অন্যের মতবাদ
আর তাই জেদ করে করো সব পন্ড, দেও অপবাদ। 
গঠনমূলক সমালোচনায় তুমি সদাই ভীষণ ক্ষ্যাপিয়া যাও 
তাই হাবলা গোবলাদের উজির নাজির বানাইয়া বসাও। 
যেজন পারেনা করিতে সন্মুখ সমালোচনাকে ধারণ
তার মুখে কখনো সোভা পায়না গণতন্ত্রের সুবচন।
গণতন্ত্রের পথ, পরমত সহিষ্ণুতা, করোনা তা আর যা-তা
তবেই মিলিবে স্বস্তি, উড়িবে শান্তি আর সমৃদ্ধির পতাকা।
===========================
নভেম্বর ২৫ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ 
  

No comments:

Post a Comment