Friday, November 8, 2013

"দেশ যেনো এক মগেরমুল্লুক"

"দেশ যেনো এক মগেরমুল্লুক"-----------মিজানুর ভূঁইয়া

তোমরা কথায় কথায় মানুষ মারো
মানুষেরে মেরে পিটে জিম্মি করো
বোমা মেরে হাত পা উড়িয়ে ফেলো
রাস্তায় ধরে মানুষেরে উলঙ্গ করো
রুগিবাহী এম্বুলেন্ছে ঢিল ছোড়  
জীবন নেশে উম্মত্ত উল্লাস করো
পেট্রোল বোমা ছুড়ে গাড়ি পোড়ো
তোমরা দেশপ্রেমিকের ভান করো
ক্ষমতার লোভে দেশ পুড়ে ছাঁই করো 
স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্টান রুদ্ধ করো 
বড় বড় বুলি ছাড়ো,দুর্নীতির পাহাড় গড়ো
তোমরা সাঝো দেশের মাতা পিতা
জনতাকে বানাও গাছের ঝরা পাতা।
তোমরা দেশ জুড়ে হরতাল ডাকো
রাতের বেলায় হেরেমখানায় আয়েশ করো।
তোমরা হলে দেশ ও জনতার ভাগ্যবিধাতা  
দেশ ও জনতা হলো তোমাদের কাছে যা-তা
দেশটিকে বানিয়েছে এক মহা মগেরমুল্লুক
ভাবেন তারা এসব তাদের বাপের তালুক।
কি আসে যায়, সারাদেশে জ্বলে আগুন জ্বলুক
তবুও চান  লুফে নিতে ক্ষমতার অমৃত সুখ।
==========================
নভেম্বর ০৮ ২০১৩
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment