Friday, November 22, 2013

"সেঁতু বন্ধন"

নিউইয়র্কবাসী বিশিষ্ট আইনজীবী, মানবতাবাদী শান্তি অন্নেষক --শ্রী রতন বড়ুয়ার সৃজনশীল কর্ম মানবতাবাদী চিন্তা দর্শনের কৃতজ্ঞতা সরূপ-আমার এই ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলী ---

                     "সেঁতু বন্ধন"-----------------মিজানূর ভূঁইয়া

জীবনে কস্মিন কালেও যাকে হয়নি স্বচক্ষে দেখা বা জানা  একদিন; সেও হয়ে যায় হৃদয়ের মানুষ অতিআপনজন।
হৃদয়ের সাথে হৃদয় মিশে হয়ে যায় এক মহাসম্মিলন
যদি বলে কথা; একই ছন্ধে, গায় একই সুরে মানুষের গান।
ধর্ম ,বর্ণ, গোত্র কিংবা কোনো জাতীবেধের উর্ব্ধে উঠে
মানবতা সাম্যবাদের উর্ধ্বধ্বনিতে হয় নিবেদিত প্রাণ।
জন্ম হউক যথা-তথা, অন্ত-আত্মা তার একই সূত্রে হয়ে যায় গাঁথা
জীবনের প্রতিটি ক্ষণ, মানব কল্যাণে রয়ে যায় চিরতরে বাঁধা।
তবেই হয়ে যান তিনি মুক্তির দিশারী, হয়ে যান সাম্যবাদের পতাকা।
জীবনে যিনি মানবের তরে মাগেন ভ্রাতৃত্ব, শান্তি, স্থিতি কল্যাণ
বিশ্ব ভ্রম্মান্ডে তার সকল কৃত্তি হয়ে রয় চির অম্লান।  শুনেছি যাকে; পড়েছি তার বহু লেখা, থাকেন যিনি মানবতা নিয়ে যদিও রয়েছেন তিনি দূরে, বেঁধেছেন ঘর আমার মনের কোণে।
ওম শান্তি, ওম শান্তি---বয়ে যাক তার সমগ্র জীবনে মরণে।
============================
নভেম্বর ০৭ ২০১৩ ভার্জিনিয়া, ইউ এস

No comments:

Post a Comment