Tuesday, November 5, 2013

"ভৌতিক আত্বীয়তা"

 "ভৌতিক আত্বীয়তা"
---------মিজানুর ভূঁইয়া
 
তুমি আত্মার আত্বীয় নয় নিতান্তই স্বার্থের পুজারী
স্বার্থ সিদ্ধির ধ্যানে তোমার দিন যায় গুজারী। 
তুমি আসলে সদাসর্বদাই সম্পর্কের ভান করো
দিবানিশি আপন মতলবী সব কাম করো। 
কোনো মতে সাঁতারী, দিতে চাও তুমি নদী পাড়ি
জানে লোকে; মতলব ফুরালে দিবে তুমি আড়ি
তাই সম্পর্ক শুধু নামে মাত্র তোমার কাছে 
নাই যার মুল্য আসলে এতোটুকু কানাকড়ি।
তুমি বন্ধুর ভান করে পাড়ি দিতে চাও মহাসিন্ধু
আসলে ভালবাসা নাই হৃদয়ে তোমার এক বিন্ধু।
মানুষ হয়েও কাজে-কর্মে মনে হয় যেনো মহাজন্থু
সম্পর্কের নামে দিনরাত চালাও আপন স্বার্থের যন্ত্র।
=========================
নভেম্বর ০১ ২০১৩
ভার্জিনিয়া ইউ এস এ   

No comments:

Post a Comment