Thursday, October 31, 2013

"পুতুলরূপি জীবন"

"পুতুলরূপি জীবন"
-------মিজানুর ভূঁইয়া
 
হায়! আজকাল চারিদিকে শুধুই শুনি একই শব্দ, একই রব
ঘরে বাইরে সর্বত্রই মানুষ কেবলই করছে আমি আমি সব।
আমি তুমি, তুমি আমি শুনি শুধু একই কলরব
আমরা ও আমাদের শব্দগুলো হয়ে গেছে একেবারে নিষ্প্রভ।
আত্মীয়তা, সম্পর্ক যেনো হয়ে গেছে একেবারেই দুষ্প্রভ।
মানুষ নামের ছায়া আমরা মাত্র, হৃদয় সাথে নাই
চারিদিকে যাহা পাই, তাহা নিয়ে শুধুই করি খাই খাই।
সম্পর্কের ভান করি আমরা, যাই শুধুই সময় কাটাই
স্বার্থের গলিতে শুধু নিজেকে চিনি, স্বার্থ ফুরালে কে কার ভাই!
মানুষের এই অধম্য রীতি, নিয়ে গেছে সকল প্রেম ও প্রীতি
আছে কেবলই শুধু অদ্ভুত ভুতুড়ে ভাব ও রীতি নীতি।
এইভাবে সভ্যতা, সমাজ সংসার টিকবে আর কতো দিন?
অর্থের মায়াজাল যদি হয় মানুষের সম্পর্কের চাবিকাঠি
সেখানে মানুষ আর মানুষ থাকেনা, হয়ে যায় কঙ্কালময়
হৃদয়হীন এক ভয়ঙ্কর মানুষ নামের ভূতুড়ে ছবি।
============================
অক্টোবর ৩১ ২০১৩
ভার্জিনিয়া, ইউ,এস, এ  

No comments:

Post a Comment