Friday, October 25, 2013

"কিংবদন্তি তুমি"

"কিংবদন্তি তুমি"

-----মিজানুর ভূঁইয়া

কোন সেই মহাকালে তোমার জন্ম এই পৃথিবীতে!
হয়তো দেবতা নয়, তবে দেবতাসম মহামানব রূপে।
কালের পিঠে ঐ মহাকালের চিরবিজয়ী বীর বেশে
এলে মানবকুলে ছড়ালে তোমার সুশোভিত সৌরভ।
তোমার কন্ঠ জাদুতে মোহাবিষ্ট করলে জগৎ শ্রোতাকূল
তোমার সুললীত দরদমাখা সুর মিশে গেলো আকাশে,
বাতাসে এবং অতিক্রম করলো সমুদ্র ও গিরিসীমা।
পৌছে গেলো সেই হৃদয় উজাড় করা সুর দুনিয়া জোড়া।
তুমি গাইলে, নবীন, প্রবীন, শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধের জন্য।
গাইলে প্রেমিক প্রেমিকা, দেশ, মা, মাটি ও মানুষের জন্য।
তুমি যুদ্ধকে শান্তিতে পরিনত করার জন্য গাইলে
গাইলে আর্তমানবতার সেবায়, অনাথ শিশু ও বাস্তুভীটাহীন
জরাজীর্ণ রোগাক্রান্ত অস্তিত্বহীন মানুষকে বাচাবার জন্য।
সুদীর্ঘ সাত দশক তোমার বিরামহীন সুরের মায়াজালে
পৃথিবীময় যে শিল্প কর্ম তুমি করে গেলে সৃজন,
আজ তুমি চলে গেলে করে জগৎ সংসার বিয়োজন।
আজ তুমি নেই, তবে তোমার সেই অমর স্মৃতি
হাজার বছর থাকবে বেছে মানুষের হৃদয়ে ও মনে সারাক্ষণ।
===============================
অক্টোবর ২৫ ২০১৩

No comments:

Post a Comment