Friday, October 4, 2013

"এই দিন-সেই দিন"

"এই দিন-সেই দিন"
মিজানুর ভূঁইয়া


আমি ফেরারী হয়ে খুঁজি
হারানো সেই দিনেরে।
যে দিনগুলো ছিলো
হৃদয়ের বন্ধনে, চির চেনা
হৃদয়ের সাথে হৃদয়ে।
ছিলো মমতা, ছিলো ভালবাসা
ছিলো লোভহীন, স্বার্থহীন বন্ধন 
প্রীতিভরা একে ওপরে।
মনে পড়ে সেই দিনগুলো
মানুষ আপন ভেবেছে
একে অপরেরে আদরে ও সোহাগে।
এ যুগের মন কেনো হয় এমন
স্বার্থের বুনাজালে ধরা রয় সারাক্ষণ।
নেই মমতা, নেই বন্ধন, নেই ভালবাসা
নেই মানবতা, আছে শুধু দব্ন্ধ অনুক্ষণ।
এই যদি হয় আসল ধরন, সমাজ, সম্পর্ক
ধর্ম, কর্ম আর টিকবে কতোক্ষণ?
========================
অক্টোবর ০৪ ২০১৩

No comments:

Post a Comment