Monday, October 28, 2013

"দূনিয়া কাঁপানো নক্ষত্রের বিদায়"

পরম পূজনীয় ও প্রাণপ্রতীম সদ্যপরলোকগত
মান্না দে'র স্মৃতির প্রতি আমার দ্বিতীয়
শ্রদ্ধার্ঘ্য ---------------  

"দূনিয়া কাঁপানো নক্ষত্রের বিদায়"
----মিজানুর ভূঁইয়া

সেদিন রাত, এইতো সেদিন রাতের বেলা,
হঠাৎ করে তাঁরকালোকে একি হয়ে গেলো! 
সমস্ত আকাশ জুড়ে কি যেনো ভয়ঙ্কর ও
মর্মভেদী কিছু একটা ঘটনা ঘটে গেলো।
সুবিশাল ও মহাবিস্তৃত এই সৌরমন্ডল থেকে
সর্বউজ্জলতর মহাজ্যোতির্ময় একটি নক্ষত্র
অকস্মাৎ ভূমিতে স্বশব্দে খঁসে পড়লো।
আকাশের সমস্থ উজ্জলতর নক্ষত্রগুলোর
অন্যতম এই নক্ষত্রটির ভূমিমুখী পতনে 
বাকি নক্ষত্রগুলো বিমর্ষ ও মলিন হয়ে গেলো।
সবচেয়ে উজ্জলতর ও জ্যোতির্ময় নক্ষত্রটির বিদায়ে    
আকাশটি যেনো গুরুগর্জনে ও উচ্চকিত শব্দে ফেটে পড়লো
আর অকস্মাৎ ভীষণ জোরে কেঁপে উঠলো।
আকাশের বাদবাকি তাঁরারা যেনো একেবারে
শোকে-তাপে নিস্তব্ধ ও প্রাণহীন হয়ে গেলো।
হিমালয়ের উচু চূড়া থেকে প্রবহমান
স্বচ্ছ ঝরনাধারাগুলো হঠাৎ করে যেনো
তার চিরায়ত প্রবহমানমানতাকে হারিয়ে স্থির হয়ে পড়লো।
বাতাস তার সুমধুর ছন্দমাখা সুর হারালো।
প্রবাহমান নদী হারালো তার নিরন্তর ছুটে চলার বেগ
শান্ত ও স্থির হয়ে গেলো গর্জনমুখী স্রোতধারাগুলো।
পূর্নিমার চাঁদ তার উজ্জলতা হারিয়ে; হয়ে গেলো ম্লান।
আকাশ কাদঁলো সারারাত, ঝরলো বিরামহীন অশ্রুবারী
যেনো তার বুক থেকে কেড়ে নিলো আপনজনকে কাড়ি।
দূনিয়া কাপানো সেই নক্ষত্র চলে গেলো তার স্বর্গবাড়ী।
রেখে গেলো তার স্মৃতি ও মায়াময়তা সকল হৃদয় জুড়ি।
==============================
অক্টোবর ২৮ ২০১৩ 

No comments:

Post a Comment