Tuesday, October 8, 2013

"মৃত্যুর আগে মৃত্যুদূত"

"মৃত্যুর আগে মৃত্যুদূত"
মিজানুর ভূঁইয়া

জীবনে মৃত্যুদূত কখনো কখনো আসে
জীবনেকে আগাম জানান দিয়ে যায়।
আসে তা বহুবার চকিতে কিংবা অচকিতে    
চূড়ান্ত মৃত্যুর প্রকৃত স্বাদ ও সরূপ জানাতে।
দিয়ে যায় জীবনেরে ন্যূনতম ঝাকুনি,
হয়তো-বা হতে পারে তা এখনই।
মানুষ ও জীবজগৎ বুঝেও তা বুঝেনা।
আসে মৃত্যুদূত বাতাসে ভর করে,
নিয়ে যেতে হৃদয়লব্ধ বাতাসকে কেড়ে।
আসে মৃত্যুদূত আলোক রশ্নি হয়ে,
দিতে নয়নের আলোক জ্যোতি নিভিয়ে।
আসে হিমালয়ের মতো, আসে সমুদ্রের ঢেউয়ের সাথে
আসে নিরবে নিবৃত্তে, দিতে জীবন প্রদীপ সাঙ্গ করে।
কখনো আসে রেখে যায়, এই দেহে তার কিছু চিহ্ন
হয়তো করেনা জীবনেকে একেবারে নিশ্চিন্ন।
আমি মৃত্যুকে দেখেছি বহুবার অতি সন্নিকটে
এসেছে সঙ্গোপনে বহু রূপে, কাঁপিয়েছে হৃদপিন্ড বার বার  
দিয়ে গেছে বার্তা কানে কানে, যন্ত্রণা এই দেহ ভরে।
বুঝেছি মৃত্যু আসে কতো নিরবে, বন্ধু নয়, ঘাতক হয়ে।
হয়তো চলে গেছে আমাকে কিছুদিন সময় দিয়ে
আসবে আবার নিবৃতে মহা প্রলয় হয়ে,
যেতে হবে এই ভূবন ছেড়ে, জানিনা তা কখন ও কবে?
===========================
অক্টোবর ০৮ ২০১৩

No comments:

Post a Comment