Sunday, September 29, 2013

"শুধিতে হইবে গ্লানি"

"শুধিতে হইবে গ্লানি"
------মিজানুর ভূঁইয়া


জীবনে আছে যতো কল্যাণ
রাখিতে হবে তাহা চির অম্লান।
জীবনের যতো পাপ ও গ্লানি
মুছিতে হইবে হৃদয়ের শুদ্ধতা আনি।
মানবের কাছে মানবতাবোধ
দানবের কাছে হিংসা ও বিদ্ধেষ।
মানব কল্যাণে ঘুছাইতে হবে তাহা
কলঙ্ক যাহা আছে অন্তর অলি-গলিতে।
হৃদয়ে আছে যতো কালিমার রেশ
করিতে হইবে তাহা চির নিঃশেষ।
নয়তো হৃদয়ের নিসৃত কালিতে
সারা ভূবন ভরিবে ধুলিতে।
অন্ধ হইবে সর্বমানবতার আখিঁ
মানুষে মানুষে চলিবে শুধু হাঁকাহাঁকি।
জগৎ সংসার হইবে ঝন্জ্জাল ও ঝঞ্জাটময়।
ধীরে ধীরে হইবে শুধু মানবতার ক্ষয়।
================
সেপ্টেম্বর ২৯ ২০১৩

No comments:

Post a Comment