Monday, September 23, 2013

"পণ নিধন"

"পণ নিধন"
মিজানুর ভূঁইয়া

ভালোবেসেই-তো এসেছিলে এই খাঁচায়
চিনেছিলে একে অপরকে দৃপ্ত প্রত্যাশায়।
তবে কেনো টলছে হিঁয়া আশায় নিরাশায়। 
বেঁধেছিলে শপথ, বাঁধিবে ঘর বড় আশায়
আজ কেনো মন উড়ে যায় উদাসী হাওয়ায়।
করেছিলে পণ, রাখিবে যেমন মানিক রতন।
আজ নিজেই তুমি ভঙ্গ করিলে সকল পণ।
নিজের দুনিয়ায় নিজেকে নিয়ে তুমি ব্যস্ত এখন।
কবে, কোন ক্ষণে হয়েছে কিসের অলুক্ষণে পণ
আজ এই লগনে তাহা ভাবিতে হইবে, একি বিলক্ষণ।
পণ যাহা ছিলো, তাহা ছিলো অতীতের ভ্রান্ত মন
সুসময়ে ভাবিতে হইবে কেনো অতীতের অঘটন।
এই যদি হয় তোমার মনের কোণে লুকানো আসল জপন
তবে কেনো সপিলে তোমার কলুষিত মন ও প্রাণ।
=================
সেপ্টেম্বর ২৩ ২০১৩

No comments:

Post a Comment