Sunday, September 15, 2013

" চন্দ্রমুকুট ও বাংলাদেশ"

এই কবিতাটি লিখার প্রেরণায়-আমার একান্ত প্রিয় অণুজপ্রতীম নিরূপম দেভনাথ
( ফার্স্ট সেক্রেটারি, এম্বেসী অফ বাংলাদেশ টু ওয়াশিংটন ডি সি)

" চন্দ্রমুকুট ও বাংলাদেশ" মিজানুর ভূঁইয়া

আটটি তাঁরার একটি আকাশ
বাধলো জুটি, হাসলো আকাশ।
নাম দিলো তার এম্বেসী কাপ।
বাজলো বাদন, বাজলো বাঁশি
তাঁরারা সব উঠলো হাঁসি।
সব তাঁরারা উঠলো উত্তালতায় মেতে। 
গর্জনে তাই মাটি ও আকাশ বাতাস  
উঠলো ভীষণ জোরে কেঁপে।
ছুটলো সবাই জোরে, মাতম করে সুরে।
উঠতে হবে জ্বলে, আরো আলো করে।
আটটি তাঁরার একটি তাঁরা
"বাংলাদেশ" যার নাম।
উঠলো মেতে ভীষন তেজে ও হুঙ্কারে
জ্বলে  উঠলো ভীষন আলোয় ভরে।
ছিনে নিলো চন্দ্রমুকুট, আলোক মিলনহার।
দূর থেকে তাই দেখলো ভুবণ, আলোক জ্যেতির বাহার।
বললো হেঁসে, মহা খোসে "সাবাস বাংলাদেশ"
ক্রিকেট বিশ্বে, তাঁরকার শীর্ষে, বাংলাদেশটির নাম।
রাখতে পারে সুনাম নিজের বলিয়ান হয়ে
যেমন তেজী "রয়েল বেঙ্গল টাইগার"
-------------------------
সেপ্টেম্বর ১৫ ২০১৩

No comments:

Post a Comment