Wednesday, September 25, 2013

"রাষ্ট্র জনতার"

"রাষ্ট্র জনতার"
মিজানুর ভূঁইয়া


রাষ্ট্র চলবে তার নিজের নীতিতে
নয় কোনো সন্ত্রাস ও ভীতিতে।
নয় কোনো স্বৈরাচারী রীতিতে।
নয় কোনো আপোষকামীতাতে।
নয় কোনো উত্তপ্ত বাগ্মিতাতে।
কিংবা ফাঁদপাতা ষড়যন্তের গলিতে।
রাষ্ট্র হলো সর্বস্থরের জনতার
"গদিবাসীরা" হইবে তাহা মানিবার।
তবেই রাষ্ট্র হইবে উন্নয়নের দ্রুতযান।
রাষ্ট্র ফিরিয়া পাইবে তার ঐতিয্য, মান-সম্মান।
=============
সেপ্টেম্বর ২৫ ২০১৩

No comments:

Post a Comment