Sunday, September 22, 2013

"অধমের পাপাচার"

"অধমের পাপাচার"
মিজানুর ভূঁইয়া

আপন জমি চিনিসনা তুই
করিস অন্যের জমি চাষ।
আসল ফসল না পাইয়া তুই
আসবে একদিন, করবি হায়হুতাশ।
আপন জমি তোর্ আগাছায় ভরা
অন্যের জমি তুই দেস নিঁড়ানী।
করে নিজের জমি গো-চারণ ভূমি
করছিস অপরের জমির খবরদারী।
পরের জমির ফসল তোলার আশায় 
নিজের জমি বর্ষার জলে ভাসায়।
জগতে কি আজো, আছে এমন অদম?
নিজের জায়গা-জমি ছেড়ে দিয়ে
যারা অন্যর জমিতে বাড়ায় কদম।
বুঝবে সেদিন, যখন হবে সব বদহজম।
--------------------------------
সেপ্টেম্বর ২২ ২০১৩    

No comments:

Post a Comment